Welcome to BanglaTraders Online Marketplace!
সেপ্ট 03, 2023 / By System Admin / in Ecommerce
বাংলাদেশের প্রথম স্বাধীন জেলা ও ডিজিটাল সিটি হিসাবে স্বীকৃতি প্রাপ্ত জেলা যশোর ।
যশোরে কয়েক দশক ধরে হালকা প্রকৌশল শিল্প বা লাইট ইঞ্জিনিয়ারিং শিল্পের ব্যবসার সাথে জড়িয়ে পড়েছে কয়েক হাজার মানুষ । বৃহত্তর যশোরে গড়ে উঠেছে শত শত হালকা প্রকৌশল শিল্পের কারখানা ও প্রতিষ্ঠান । এসব কারখানা ও প্রতিষ্ঠানে প্রতিদিন তৈরি হচ্ছে কয়েক কোটি টাকা মূল্যের বিভিন্ন রকম মেশিন , মেশিনারিজ যেমন - খড় কাটা মেশিন , গরু ছাগল হাঁস মুরগির দানাদার খাবার তৈরির মেশিন , ধান কাটা ও মাড়াই করা মেশিন , ফাউন্ড্রি পন্য, খাবার প্রস্তুতকরন মেশিন , মিল মেশিন ও মেশিনারিজ , গাড়ি ও বাইকের বিভিন্ন রকম পার্টস ইত্যাদি ।
লাইট ইঞ্জিনিয়ারিং শিল্প বাংলাদেশের সামগ্রিক উৎপাদন খাতের একটি গুরুত্বপূর্ণ উপ -খাত এবং এটি দেশের অন্যান্য অনেক শিল্পের প্রবৃদ্ধিতে ও প্রযুক্তিগত অগ্রগতি এবং অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রেখেছে,যা কর্মসংস্থান সৃষ্টির পাশাপাশি ব্যাপক সুযোগ তৈরি করার সম্ভাবনার দার খুলে দিয়েছে ।
এই সম্পুর্ন বিষয়বস্তু বেশ কিছু তথ্যচিত্রের মাধ্যমে তুলে ধরা হয়েছে। নিচে তথ্যচিত্রগুলির লিঙ্ক দেয়াহলো ।
লাইট ইঞ্জিনিয়ারিং শিল্প যশোর
আধুনিক কৃষি মেশিনারি
খাদ্য প্রস্তুতকরণ শিল্প
ঢালাই শিল্প
গাড়ির যন্ত্রাংশ
রিপেয়ারিং
বিশেষ মেশিন ও মেশিনারিজ
জানু 30, 2023 by System Admin
জানু 30, 2023 by System Admin