Welcome to BanglaTraders Online Marketplace!
জানু 30, 2023 / By System Admin / in Ecommerce
মোটরসাইকেল সুন্দর করে সাজানো এবং যে কোন দুর্ঘটনা এড়ানোর জন্য বিভিন্ন পার্টসের চাহিদা এখন অনেক বেশি। এর একটি পার্টস হচ্ছে মোটর সাইকেলের সাইলেন্সার গার্ড।
মোটর সাইকেলের সাইলেন্সার হল এমন একটি বিশেষ যন্ত্র যার মাধ্যমে বাইক চালানোর সময় উৎপন্ন শব্দ বের হতে দেয়না। বাইকের এই সাইলেন্সারের সুরক্ষার জন্য ব্যবহার করা হয় সাইলেন্সার গার্ড ।
সাইলেন্সার গার্ড তৈরি করা হয় এস এস রড দিয়ে। এই রড গুলো একটি নির্দিষ্ট মাপে কেটে নেওয়া হয়। এরপর মেশিনের সাহায্যে কাটা ধারালো মুখ গুলো ভালোভাবে সমান করে নেওয়া হয় যাতে হাত বা পা কেটে যাওয়ার সম্ভাবনা না থাকে।
এই কাটা এস এস পাইপ গুলো দিয়ে ফিটিং করা হয়। সাইলেন্সরে পাইপ খাচার কোনটাই ৬ টা আবার কোনটাই ৭টা পাইপ ব্যবহার করা হয়।
পালসার, ডিসকভারি, বাজাজ ইত্যাদি এই ধরনের বাইকে সাইলেন্সরের পিছেনর অংশে বেড়ি নামক একটি যন্ত্র থাকে এটিও এস এস এর তৈরি। সাইলেন্সারের উপর রডের বা পাইপের পা দানি লাগানো যাবে। সাইলেন্সারে কভার ও লাগান যাবে।
সেপ্ট 03, 2023 by System Admin
জানু 30, 2023 by System Admin