0 0
0
No products in the cart.

Welcome to BanglaTraders Online Marketplace!

ড্রেসিং মেশিন

Jan 30, 2023 / By System Admin / in Ecommerce

বাজার থেকে মুরগি কেনার পর পালক ছাড়িয়ে ড্রেসিং করে দেওয়ার জন্য বিভিন্ন উপায় থাকলেও সল্প সময়ে অনেক মুরগী ড্রেসিং করার জন্য এখন ব্যবহার করা হচ্ছে ইম্পোর্ট করা অরিজিনাল ইন্ডিয়ান উন্নত মানের ড্রেসিং মেশিন। যাতে ব্যবসায়ীরা সল্প সময় এবং খরচে অনেক দ্রুত কাজ করে লাভবান হতে পারবেন।

এই ড্রেসিং মেশিনের মাধ্যমে ঘন্টায় ৫০ থেকে ৬০ টা মুরগি ড্রেসিং করা যাবে। ম্যানুয়ালি হাঁস বা মুরগির পালক পরিষ্কার করতে অনেক সময় লাগে। কিন্তু ড্রেসিং মেশিন ব্যবহার করলে কম সময়ে অনেক মুরগি ড্রেসিং করা যাবে। আবার হাতে ড্রেসিং করার জন্য অতিরিক্ত লোকের প্রয়োজন হয় এতে খরচ ও বেশি লাগে। এই মেশিন স্থাপনের প্রয়োজন পড়েনা তাই প্রয়োজনমত যে কোন যায়গায় স্থানন্তর করা যায়।

এই মেশিনটি বাসবাড়ির ২২০ ভোল্টেজে এবং বানিজ্যিক লাইনে দুইভাবেই চালানো যাবে। মেশিনের সাথে থাকা প্লাগ লাগালেই মেশিনের কাজ শুরু হবে এবং মুরগি এর ভেতরে দিলেই সুন্দরভাবে ড্রেসিং হয়ে যাবে। মেশিনের সাথে তামার তারের দেড় হর্স পাওয়ারের মটর সেট করা আছে।

একটা মুরগি ড্রেসিং হতে ১৫-২০ সেকেন্ড মত সময় লাগবে। অর্থাৎ ১ মিনিটের মধ্যে ৩ টা মুরগি ড্রেসিং করা যাবে। এই মেশিন ব্যবহারে বিদ্যুৎ খরচও বেশ কম হয়। একটানা ১ঘন্টা মেশিনে কাজ করলে মাত্র ১ ইউনিট বিদ্যুৎ খরচ হবে। বাসা বাড়ির লাইনে ব্যবহার করলে ৫-৬ টাকা খরচ হবে এবং বানিজ্যিক লাইনে ব্যবহার করলে ১০-১২ টাকা খরচ হতে পারে।

এই মেশিনের বডি সম্পুর্ন স্টিল এবং এস এস এর তৈরি। তাই জং ধরে নষ্ট হওয়ার কোন চিন্তা নেই। এটি অরিজিনিয়াল ইন্ডিয়ান মেশিন। সরাসরি ইন্ডিয়া থেকে এই মেশিন আনা হয় তাই নকল হওয়ার ভয় নেই। দেশি ড্রেসিং মেশিনেরও একই পার্টস দেওয়া আছে কিন্তু মটরের গ্যারান্টি নিশ্চিতভাবে দেওয়া যাবেনা। মেশিনের বডি অ্যালুমিনিয়াম শিট দিয়ে তৈরি করা। এটি খুব বেশি টেকসই না এবং অল্প দিনে জং ধরতে পারে। এই মেশিন বেশ কিসুদিন ব্যবহারের পর ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে কিন্তু আসল ইন্ডিয়ান ড্রেসিং মেশিন কখনও ফেটে যাবেনা। এটি অনেক বেশি মজবুত একটি মেশিন।

ইন্ডিয়ান ড্রেসিং মেশিনের ওয়ারেন্টি আছে ১ বছরের। মেশিনের ড্রাম এবং মটরের তামার তারেরও গ্যারান্টি দেওয়া হবে।

এই মেশিন ব্যবহার করে খুব লাভজনকভাবে ব্যবসা করা যাবে। যদি প্রতিদিন ঘন্টায় ৫০টা মুরগি ড্রেসিং করা হয় মাত্র ১০-১২ টাকা খরচ করে তাহলে প্রায় ২৫০টাকা মত লাভ পাওয়া যাবে।

দেড় হর্স পাওয়ারের মটরের ইন্ডিয়ান এই ড্রেসিং মেশিনের খরচ পড়বে মাত্র ২৩৫০০/- টাকা। । দেশীয় তৈরি ড্রেসিং মেশিন সাথে দেড় হর্স পাওয়ারের মটর দাম মাত্র ১৮০০০/- টাকা। মেশিনটি কিনতে আপনারা যোগাযোগ করতে পারেন।