Welcome to BanglaTraders Online Marketplace!
Jan 30, 2023 / By System Admin / in Ecommerce
ত্বক, চুল ও স্বাস্থ্যের জন্য বিশুদ্ধ তেলের উপকারীতা অনেক। সনাতন পদ্ধতিতে ঘানিতে সরিষা, নারিকেল ভেঙ্গে তেল বের করা হত। কিন্তু ঘানিতে তেল ভাংতে অনেক বেশি সময় লেগে যায় এবং সারাদিনে খুব অল্প পরিমানে তেল পাওয়ায় তা দিয়ে পর্যাপ্ত চাহিদা মেটানো সম্ভব হতনা।
বানিজ্যিক ভাবে সফলতা অর্জন করতে এখন ব্যবহার হচ্ছে তেল ভাঙ্গার আধুনিক প্রযুক্তি দিয়ে তৈরি করা স্প্লেয়ার মেশিন। এই মেশিনের মাধ্যমে অল্প সময়ে বিশুদ্ধ তেল পাওয়া যাবে।
অনেক মেশিনে তেল ভাঙ্গানোর জন্য যে প্রেশার দেওয়া হয় সেখানে তাপের মাত্রা অনেক বেশি হওয়ায় তেলের গুণগত মান নষ্ট হয়ে যায়। কিন্তু স্পেলার মেশিনের আর পি এম কম হওয়ায় তাপ কম উৎপন্ন হয় এতে তেলের সঠিক মান বজায় থাকে ।
এই মেশিন দিয়ে সরিষা, নারিকেল, তিল, বাদাম অর্থাৎ যে ফলে তেল আছে সেই সব ধরনের ফল থেকেই তেল বের করা যাবে। এই মেশিন টি জাহাজের উন্নত কাঁচামাল দিয়ে তৈরি করা হয়েছে। এটি একটি অটো মেশিন। ১.৫ হর্স পাওয়ারের মটর ব্যবহার করা হয়। এই মেশিন বাসা বাড়ির ২২০ভোল্ট বা ৪৪০ভোল্টের বাণিজ্যিক লাইন সেট করেও চালানো যাবে। এই মেশিন সাড়ে তিন ফুট থেকে আট ফুট পর্যন্ত হয়। উচ্চতা সাড়ে চার ফুট।
স্যালো ইঞ্জিন দিয়েও এই মেশিন চালানো যাবে। মেশিন থেকে প্রতি ঘন্টাই দেড় মণ করে প্রোডাকশন পাওয়া যাবে। মেশিনের হপার এর ভেতর সরিষা, নারিকেল, বাদাম ইত্যাদি ঢেলে দেওয়া হয়। মেশিনের সাথে থাকা বেল্টের মাধ্যমে মেশিনটি ঘুরতে শুরু করবে। সরিষা, নারিকেল এইগুলো ভেঙ্গে একটি চেম্বারের ভেতর দিয়ে এসে তেলের ট্রের মধ্যে তেল পড়বে আর খৈল মেশিনে অন্য মুখ দিয়ে পড়বে। মেশিনে স্টিল পেনিয়াম লাগানো আছে। যে প্লেটের মাধ্যমে তেল ভাঙ্গানো হয় সেটিও জাহাজের মজবুত পাত দিয়ে তৈরি করা হয়েছে।
মেশিনটি সেট করা অনেক সহজ। বেশি জায়গার দরকার হয়না। বেকারত্ত থেকে মুক্তি পেতে এই মেশিনটি কিনে লাভজনক ব্যবসা শুরু করা সম্ভব।
অনলাইনের মাধ্যমে দেশের যেকোন প্রান্ত থেকে মেশিনটির বিস্তারিত জেনে আপনারা অর্ডার করতে পারেন।
Sep 03, 2023 by System Admin
Jan 30, 2023 by System Admin